সভাপতির ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৪

গোপালগঞ্জে নিজ গ্রামে যাওয়ার পথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ওপর হামলা এবং তার সঙ্গে থাকা কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

আগামীকাল শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার রাতে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংগঠনের সংশ্লিষ্ট ইউনিটসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

এদিন বিকাল সাড়ে ৩টার দিকে শহরের বেগগ্রাম এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে পথসভা শেষ করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, বিএনপির ঢাকা বিভাগীয় সহসম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজসহ কেন্দ্রীয় নেতারা গাড়িবহর নিয়ে জিলানীর গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় জনসভার উদ্দেশে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে বাধা ও হামলা করে। পরে গাড়িবহর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেমে বাধাদানকারীদের ধাওয়া দেন।

একপর্যায়ে স্থানীয় দোকান-মালিকসহ সাধারণ জনগণ তাদের লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পাল্টা ধাওয়া করেন। এতে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। এসময় তারা বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা করে এবং অন্তত ১৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাস ভাঙচুর করে এবং গাড়িবহরে থাকা নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে।

এতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী রওশন আরা রত্না ও সেলিমুজ্জামান সেলিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ অন্তত ৩০ জন গুরুতর আহত হন। এ ঘটনায় সময় টেলিভিশনের ক্যামেরাম্যান এইচ এম মানিকও আহত হন। ঘটনার পর একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান বিএনপির নেতাকর্মীরা। হামলা-সংঘর্ষে ঘটনাস্থলেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হন।

এরই মধ্যে শুরু হয় প্রচণ্ড ঝড়বৃষ্টি। টানা ঝড়বৃষ্টির কারণে একপর্যায়ে সংঘর্ষ থামে। পরে, ঢাকা-খুলনা মহাসড়কের দোলা পেট্রোল পাম্প এলাকা থেকে শওকত হোসেন দিদারের (৩৮) মরদেহ উদ্ধার করে পুলিশ।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দুই দিনের কর্মসূচি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির

আন্দোলনে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে: ডা. জাহিদ 

আদর্শ সমাজ গঠনে মুফাসসিরদের ভূমিকা অপরিসীম: ডা.শফিকুর রহমান

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর খবর প্রকাশে বিএনপির সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে: মুন্না

ডেঙ্গু প্রতিরোধে ওষুধের গুণগত মান ঠিক রেখে স্প্রে করার আহ্বান আমিনুল হকের

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

আওয়ামী অস্ত্রধারীদের গ্রেপ্তারে পোস্টারিং চাইলেন ববি হাজ্জাজ

গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে: আমান

ডেঙ্গু মোকাবিলায় সরকারকে বড় উদ্যোগ নিতে হবে: রিজভী

বিএনপি নেতা রবির সাংগঠনিক পদ স্থগিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :