ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০১

ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ঢাকা সফর।

শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এদিকে, মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যানেসর নেতৃত্ব দিতে আজ সকালে ঢাকায় আসে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সঙ্গে বিকালেই যোগ দিবেন ডোনাল্ড লু।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে এই সফরে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতা ও সংস্কারে কীভাবে সহায়তা করা যায়, তাতে গুরুত্ব দেবে।

ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের সন্ধিক্ষণে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কারপ্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের আমলে দুই দেশের সম্পর্ক নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়ার পথ উন্মোচিত হয়েছে। ফলে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারে যেখানে যেখানে সহযোগিতার সুযোগ আছে, সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের প্রতিনিধিদলের এবারের বাংলাদেশ সফরে অর্থনীতিতে অগ্রাধিকার থাকলেও শেষ পর্যন্ত রাজনীতি দুই দেশের সম্পর্কে বড় নিয়ামক হয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএম/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কমবে বৃষ্টিপাতের প্রবণতা, পাঁচ দিনে বিদায় নেবে ‘বর্ষা’

বাণিজ্য বহুমুখীকরণে চামড়া শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ: বাণিজ্য উপদেষ্টা 

সড়ক থেকে ২০ বছরের বেশি পুরনো বাস-মিনিবাস প্রত্যাহারে বিআরটিএকে চিঠি 

কালুরঘাটে নতুন রেল ও সড়ক সেতু নির্মাণ করবে সরকার

ভারত মিথ্যা তথ্য দিয়ে মৌচাকে ঢিল ছুড়ছে: অপর্না রায়

সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার 

পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স প্রধান খুরশেদ, টানা ১৫ বছর ছিলেন চুক্তিতে

মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর সরকার: প্রধান উপদেষ্টা

পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্দোলনে ১০৫ জন শিশু নিহত: শিশু বিষয়ক উপদেষ্টা

এই বিভাগের সব খবর

শিরোনাম :