লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারে সহযোগিতা প্রদান

​​​​​​​লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৮
অ- অ+

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত পরিবারের মাঝে সহযোগিতা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরুমে আন্দোলনে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শাখার উদ্যোগে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান।

ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া, অ্যাডভোকেট মহসীন কবির মুরাদ, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া, শহর সভাপতি অ্যাডভোকেট মনজুরুল আলম মিরন।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাস্টার মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের চন্দ্রগঞ্জ থানা সভাপতি ডা. আনোয়ার হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, লক্ষ্মীপুর শহর সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান হোসেন পরান, শরীফ হোসেন শ্যামল, গুলিতে আহত শ্রমিক মুরাদ হোসেন ঢাকায় নিহত রিপনের মা সুফিয়া, শ্রমিক নেতা মেজবাহ উদ্দিন মানিক প্রমুখ।

প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত পতিত সরকার প্রশাসনকে শতভাগ দলীয়করণ করেছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দালালরা এখনো অধিষ্ঠিত আছে।

হাজার হাজার শহীদ আর আহত ছাত্র-জনতার জীবন এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা নস্যাৎ করতে দেব না। আগামী দিনে যে সংস্কার হবে সেখানে দেশের সাড়ে সাত কোটি শ্রমিকের স্বার্থ চিন্তা করতে হবে।

এ সময় শ্রমিকের স্বার্থ উপেক্ষা করে দেশ-জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন শনিবার, অংশ নেবেন ১০ হাজার দৌড়বিদ
সাবেক রাষ্ট্রপতি হামিদের ভাতিজার বিলাসবহুল রিসোর্টে আগুন
শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: জয়সওয়াল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা