হাবিপ্রবি প্রক্টরকে সঙ্গে নিয়ে ভোক্তা অধিকারের অভিযান
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন বাঁশেরহাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে।
রবিবার বিকাল ৪টায় কনজুমার ইউথ বাংলাদেশ (CYB) ও প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহার সহায়তায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
অভিযান পরিচালনার সময় খাবারের সঙ্গে রং মেশানোর কারণে সাদিক হোটেল এবং মুসলিম হোটেল মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, আমাদের কাছে কয়েকদিন থেকে অভিযোগ আসছিল ছাত্রদের পোকা-মাকড়সহ খাবার সরবরাহ করা হচ্ছিল। এরই প্রেক্ষিতে এখানে এসে আমরা দুটি হোটেলে অভিযান পরিচালনা করি। অভিযানে যে বিষয়টি সামনে আসে তা হলো, তারা কৃত্রিম রং ব্যবহার করে মিষ্টি,সস ইত্যাদি তৈরি করছে। এর জন্য তাদেরকে সতর্কতামূলক ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ফার্মেসিকে সতর্ক করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার কারণে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা বলেন, ছাত্রদের বিভিন্ন সমস্যার মধ্যে খাবারের হাইজিনিটি নিয়ে সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন হোটেলগুলোর খাবারে মৃত তেলাপোকা এবং পোকামাকড় পাওয়ার একটি ছবি আমাদের কাছে আসে। এই আলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত দিক ভালো থাকুক এটা আমরা চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যগত নিরাপত্তায় আমরা নিয়মিত এসব হোটেল তদারকির আওতায় আনবো।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএস)