রিভিউ নিতে অধিনায়ককে কনভেন্স করে ফেলেন মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৯

রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের দুর্নাম আছে। তার নেওয়া রিভিউতে সফলতার চেয়ে ব্যর্থতার হার বেশি। অনেক সময় রিভিউ নষ্ট হয় মিরাজের কারণে। যা নিয়ে নানা সময় হয়েছে আলোচনা-সমালোচনা।

তবে, মিরাজের রিভিউ নেওয়ার এই ব্যাপারটা উপভোগ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজে রবিবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয় পডকাস্টটির আরেক পর্ব। যাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে অতিথি হিসেবে আসেন মিরাজ। সেখানেই বাংলাদেশ অধিনায়ক শান্ত কথা বলেন মিরাজের রিভিউ নেওয়া প্রসঙ্গে।

প্রায় বাংলাদেশের ম্যাচ চলাকালীন রিভিউ নেয়ার ক্ষেত্রে মিরাজের উৎসাহটা অন্য সবার চেয়ে আলাদা থাকে। শুধু নিজের বোলিং বা ব্যাটিংয়ে নয়, ফিল্ডিংয়ে থাকাকালীন রিভিউ নিয়ে মিরাজ অন্যদের চেয়ে একধাপ এগিয়ে। ব্যাপারটাকে মিরাজ এমন জায়গায় নিয়ে গেছেন, আম্পায়ারের থেকে সাড়া না পেলে এবং সুযোগ থাকলে মিরাজ রিভিউ চেয়ে বসেন! অধিনায়ক শান্ত তাকে নাও করতে পারেন না।

বিসিবির পডকাস্টে এই বিষয়ে মিরাজ বলেন, ‘সত্যি কথা বলতে, আমি যদি রিভিউ নেই। যদি ভুলও হয় তারপরও ও (শান্ত) আমাকে বিশ্বাস করে।’ মিরাজ মনে করিয়ে দিলেন, ‘আমি কিন্তু সফলও হয়েছি। শ্রীলঙ্কা সিরিজে আমি কিন্তু চান্দিমালকে রিভিউ নিয়ে আউট করেছিলাম।’

এই বিষয়ে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত বলেন, ‘এরকম কিছু না (মিরাজকে মানা করতে হয়)। স্বাভাবিকভাবে যেটা হয়, বোলারদের একটা আবেগ তৈরি হয় ওই সময়। কারণ তারা সারাদিন বল করেছে। একটা সুযোগ তৈরি হয়েছে। ওইটা হারাতে চায় না। এরকমও অনেক সময় হয়, মনে হচ্ছে আউট না। দেখা গেল পরে আউট। এরকম জায়গায় কনফিউশন তৈরি হয়। মজার ব্যাপার হলো ওর (মিরাজের) ওই বিশ্বাসটা থাকে। আর ও কনভেন্স করে ফেলে। ও যেটা বললো, সফলও হয়। আমাদের উপমহাদেশে একটু কঠিন উইকেটের কারণে। খেয়াল করে দেখবেন, আমি রিভিউ নেই শেষ সেকেন্ডে বা দুই সেকেন্ড আছে সেই সময়ে। চিন্তা করে নেই। দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ একটা রিভিউ। তবে ইনটেনশন তো ভালো থাকে।’

রিভিউ নিয়ে শান্ত খোলামেলা কথাও বলেছেন, ‘একটা জিনিস যেটা হয়, এটা যে ও (মিরাজ) করে তা না। বেশিরভাগ বোলাররাই কিন্তু এই জিনিসটা (রিভিউ নিতে আগ্রহ) করে। আবার এই জিনিসটায় (রিভিউ) যখন সফল হয় না, তখন অনেক সময় কিন্তু ভালো পরিবেশ তৈরি করে। অনেক সময় দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ ছিল। আবার অনেক সময় দেখা যায় এটা নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে। আমার তো ভালোই লাগে।’

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :