বিয়ের তিন মাস, মা হওয়া নিয়ে যা জানালেন সোনাক্ষী
চলতি বছর জুনে দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন বলিউড নায়িকা সোনাক্ষী সিন্হা। সবে তিন মাস হয়েছে। ভিন্ন ধর্মে বিয়ে, তাই পথটা খুব সহজ-সরল ছিল না। বিয়ের আগে বিস্তর জলঘোলা হয়েছে। সংবাদমাধ্যমেও ছড়িয়েছিল উত্তাপ।
তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। বিয়ের পর থেকেই একসঙ্গে দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন জাহির–সোনাক্ষী। খুব শিগগির নাকি দুই থেকে তিন হচ্ছেন তারা। মা হতে চলেছেন বলে গুঞ্জন। আসলেই কি তাই? পরিবার পরিকল্পনা নিয়ে কী বললেন নবদম্পতি?
বিয়ের পর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কানাঘুষা শোনা গেছে বারবার। সে সবই যে মিথ্যা, জানালেন সোনাক্ষী।
স্বামী জাহিরকে সঙ্গে নিয়ে এক সাক্ষাৎকারে তিন বলেন, ‘আমরা বিয়ের পর ভীষণ সুখে রয়েছি। একে অপরের সঙ্গ দারুণ উপভোগ করছি। আপাতত সেটাই করতে চাই। আমরা দুজনেই এখনো শিশু। সন্তান এলে সব কিছু ঘটতে থাকবে তাকে ঘিরে। তাই আপাতত আমরা পরস্পরের সঙ্গটাই উপভোগ করতে চাই।’
একা জাহির নয় শ্বশুর-শাশুড়ি নিয়ে ভরা সংসার সোনাক্ষীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষীর শাশুড়ি বলেন, ‘সোনাক্ষী আসলে খাঁটি সোনা।’
জাহিরের বাবা বৌমা সম্পর্কে বলেন, ‘সোনাক্ষীর মন সোনার মতো। জাহিরের জন্য সোনাক্ষীর থেকে ভালো কোনো মেয়ে হতেই পারত না। ওদের দুজনকে একসঙ্গে সুখী দেখে আমরাও খুশি। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজে)