যুক্তরাষ্ট্রে অভিষেক ম্যাচেই আগুন ঝরালেন সাইফউদ্দিন, হলেন ম্যাচসেরা

ফরচুন বরিশালের জার্সিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলো ছড়িয়ে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। বল হাতে ৮ উইকেট নিলেও নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের। সেই সিরিজের পর থেকে নানাবিধ কারণে মাঠের বাইরে আছেন তিনি।
এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাইফউদ্দিন। যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলছেন এই পেস বোলিং অলরাউন্ডার। আটলান্টার জার্সিতে অভিষেক ম্যাচেই বল হাতে আগুন ঝরালেন তিনি।
গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) পারাম ভার্স ক্রিকেট মাঠে আটলান্টা লাইটিংয়ের মুখোমুখি হয়েছিল আটলান্টা ফায়ার। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছিল ফায়ার। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি লাইটিং। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন সাইফ।
আগে ব্যাট করতে নামা ফায়ারের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন স্টিভেন টেইলর। ২৪ বলে ৪ চার ও ২ ছয়ে এই রান করেন তিনি। এছাড়া ৩৩ বলে ৩২ রান করেন আকাশ দেব। আট নম্বরে নেমে ৫ বলে ৬ রান করেই রানআউট হন সাইফ।
লাইটিনিংয়ের পক্ষে সানি প্যাটেল, সোয়েব তাই এবং জুনায়েদ সিদ্দিকি ২টি করে উইকেট শিকার করেন। ১তি উইকেট শিকার করেন ফানি সিমাদ্রি।
জবাবে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল লাইটিনিং। আরান চেনচু ৪৫ বলে ৩ ছয়ের মারে ৩৮ এবং প্রাসাদ মূর্তি ২৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৪ রান করেন। সাইফউদ্দিন এদিন শিকার শুরু করেন দলীয় চতুর্থ ওভারে বল করতে এসে। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ফেরান সাগর প্যাটেলকে। তার বলে সাগর ঠিকঠাক ব্যাট চালাতে পারেননি। ব্যাটে লেগে বল মাটিতে পরার আগেই তা তালুবন্দি করেন সাউফউদ্দিন নিজেই।
দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে আউট করেন আটলান্টা লাইটনিং এর ওপেনারকে। এর আগে ব্যক্তিগত প্রথম ওভারে ৪ চার দিয়ে উইকেটশূন্য ছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন