বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে যেমন হতে পারে ভারতের একাদশ 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩

বাকি আর দুই দিন। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। আসন্ন এই সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর টেস্ট ফরম্যাটের খেলায় ফিরছে ভারতীয় দল। সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুদল। এখনও আনুষ্ঠানিকভাবে না জানালেও কারা থাকতে পারেন ভারতের একাদশে, তার ইঙ্গিত মিলেছে।

ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে তিন স্পিনারেই খেলতে পারে। অন্তত ভারতের গণমাধ্যম পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী সেই তথ্যই উঠে এসেছে। ভারতের পিচ বরাবরই স্পিন সহায়ক। বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ের লাল মাটির পিচেও স্পিনাররা সাহায্য পাবেন তা অনেকাংশে নিশ্চিত। সেই সঙ্গে ম্যাচের শুরুর দিকে সাহায্যথাকবে পেসারদের জন্যেও।

রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন যে খেলবেন চেন্নাই টেস্টে সেটা অনেকাংশে নিশ্চিত। কিন্তু তৃতীয় বোলার কে হবেন, সেদিকে কিছুটা অন্তত ভাবনা থাকবে নির্বাচকদের। কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটালের মধ্যে লড়াই এই পজিশন নিয়ে, তবে পাল্লা ভারি কুলদীপের দিকেই। চায়নাম্যান বোলারের ওপর বাংলাদেশের দূর্বলতা আছে। আর বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ১৯ উইকেট পেয়েছেন কুলদীপ। সবদিক বিবেচনায় অশ্বিন-জাদেজা আর কুলদীপের জুটিকেই সামাল দিতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারেন দুই পেসার মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ। শেষ কয়েক বছর ধরেই ভারত নিজের মাটিতে তিন স্পিনার ও দুই পেসার ফর্মেশনেই খেলে আসে। ফলে বাংলাদেশের বিরুদ্ধেও চেনা সেই স্ট্র্যাটেজিতেই দল নামাতে পারেন গৌতম গম্ভীর-রোহিত শর্মারা।

টপঅর্ডারে অবশ্য খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং করবেন। এরপরেই শুভমান গিল এবং বিরাট কোহলি থাকবেন সেটাও একপ্রকার নিশ্চিত। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পান্ত থাকবেন। তবে টাকা ছাড়া আর কে মিডল অর্ডারে খেলবেন সেটা টেস্টের আগের দিনই ঠিক করবে ভারতীয় দল।

মিডল অর্ডারে লোকেশ রাহুল না সরফরাজ খান, সেই নিয়ে ম্যাচের আগের দিন উইকেট দেখেই সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। ঋষভ পান্ত খেলবেন তা ধরে নেওয়াই যায়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের আগে পান্তকে পরখ করে নেয়ার এটাই সুযোগ। পিটিআই জানাচ্ছে, ধ্রুব জুরেল, সরফরাজ খান এবং লোকেশ রাহুলের মধ্যে কে খেলবেন মিডল অর্ডারে, সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি দল। সেই সিদ্ধান্ত আসবে ম্যাচের আগের দিন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ক্রিকেটারদের ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন শামসি

রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

৩ ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে রশিদ খান

দেশের মাটিতেই শেষ টেস্ট খেলবেন সাকিব, চাওয়া আসিফের

এক দশক পর বিশ্বকাপে বাংলাদেশের জয়, যা বললেন অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে জয় পেল বাংলাদেশের মেয়েরা

ইউআইটিএস ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, শিরোপা ইংলিশ ফ্যালকনের

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :