পাঁচ বছরের বড় প্রেমিকাকে বিয়ে করলেন এন্দরিক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৬

ব্রাজিলিয়ান মডেল গ্যাব্রিয়েলি মিরান্দা এবং রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তরুণ ফুটবলার এন্দরিকের দেখা এক বছর আগে। দেখা থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। তবে তাদের সেই বন্ধুত্ব প্রেমে রূপ পেতে বেশি সময় লাগেনি। এই দুজনের প্রেমের সে সম্পর্ক এবার রূপ নিয়েছে পরিণয়ে। নিজের চেয়ে পাঁচ বছরের বড় গ্যাব্রিয়েলি মিরান্দাকে বিয়ে করলেনএন্দরিক।

পালমেইরাস থেকে এ বছরই রিয়াল মাদ্রিদে নাম লেখানো এনদ্রিকের বয়স ১৮ বছর। স্ত্রী মিরান্দার বয়স তার চেয়ে ৫ বছর বেশি। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ইনস্টাগ্রামে বিয়ের খবরটি দিয়েছেন বাইবেলের একটি অনুচ্ছেদ উদ্ধৃত করে।

মিরান্দা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ম্যাথু ১৯: ৬- তাই তারা এখন আর দুই নেই, এক। সুতরাং ঈশ্বর যাদের এক করেছেন, কেউ তাদের আলাদা করতে পারবে না।’ বাইবেলে যেকোনো বিয়েকেই এভাবে উল্লেখ করা হয়েছে।

পরিচয়ের পর এনদ্রিকের সঙ্গে মিরান্দা যখন প্রেম শুরু করেন, তখন ব্রাজিলের উঠতি তারকাকে কিছু শর্ত দিয়েছিলেন। সেই শর্তে সই করেই মিরান্দার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল এনদ্রিককে।

এনদ্রিক আর মিরান্দার প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয় গত বছর অক্টোবরে। সেই থেকেই চুক্তির শর্ত মেনে চলছেন তারা। শর্তগুলো কী? শর্তের যে ফর্দ সেখানে ধাপে ধাপে বিষয়গুলো লেখা আছে এভাবে-‘স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন।’ আর এই সম্পর্কের ভিত হলো ‘সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা।’ চুক্তির দ্বিতীয় শর্ত যেকোনো ধরনের নেশাদ্রব্য পান এবং ‘হুট করে আচার-আচরণ পাল্টে ফেলা’ নিষিদ্ধ।

তারা আরও জানিয়েছেন, ‘যেকোনো পরিস্থিতিতে আই লাভ ইউ (আমি তোমাকে ভালোবাসি) বলা বাধ্যতামূলক।’ নিজেদের মধ্যে কথা বলার সময় কিছু শব্দও তাঁরা ছেঁটে ফেলেছেন চুক্তির শর্ত অনুযায়ী। সেগুলো হলো ‘হুম’, ‘আহেম’, ‘ওকে’, ‘বিউটি’ ও ‘লোল’।

কিন্তু ভুল তো মানুষের হয়ই। এ ছাড়া এনদ্রিকের বয়স তখন মাত্র ১৭ বছর ছিল। মিরান্দা তার চেয়ে ৫ বছরের বড় হলেও কীই বা আর বয়স! তখন তো মাত্র ২২। শর্ত মানতে ভুল করলে কী হবে, সেটাও তাই যুক্ত ছিল চুক্তিতে। এনদ্রিক জানিয়েছিলেন, ভুলে হলে ‘জরিমানা দিতে হবে’ আর সেটি হতে হবে উপহারের মোড়কে। এনদ্রিকের ভাষায়, ‘যে এই নিয়ম ভাঙবে মাসের শেষে তাকে এমন কিছু দিতে হবে, যেটা তার প্রেমিক/প্রেমিকার পছন্দের। যেমন আমি তার কাছে একটি অ্যাপল হেডসেট চেয়েছিলাম, সে সেটি দিয়েছে।'

মিরান্দার সঙ্গে এনদ্রিকের প্রথম পরিচয়ের সুযোগ হয়েছিল বন্ধুদের মাঝে বাজি ধরতে গিয়ে। মিরান্দা জানিয়েছেন, এনদ্রিক পালমেইরাসে খেলার সময় থেকেই তাকে চিনতেন। দুজনেরই বন্ধু, এমন একজনের মাধ্যমে তাঁদের প্রথম পরিচয়, তারপর প্রণয়। আর এখন সেই প্রণয় থেকে পরিণয়!

এন্দরিককে মনে করা হয় ব্রাজিলের আগামীর তারকা। ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলা এন্দরিকের প্রতিভায় মুগ্ধ হয়ে ২০২২ সালেই ৬০ মিলিয়ান ইউরোর বিনিময়ে চুক্তি সেরে ফেলে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে বয়স ১৮ না হওয়ায় সে সময় এন্দরিক যোগ দিতে পারেনি। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের আগস্টে রিয়ালের জার্সি গায়ে জড়ান এন্দরিক।

গত বছরের নভেম্বরে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এ স্ট্রাইকারের। তবে রিয়াল ও জাতীয় দলে প্রতিভাবান সে এন্দরিককে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিয়ের পর তার ভাগ্য কতটা সুপ্রসন্ন হয়, সেটাই এখন দেখার অপেক্ষায় সমর্থকরা।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :