মাদারীপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৯
অ- অ+

মাদারীপুরের ডাসারে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিমুল বেপারী (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিমুল ঝালকাঠি জেলার রাজাপুর গ্রামের নিরঞ্জন বেপারীর ছেলে। সে ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ওই শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ পরিবারিক সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী ডাসার ইউনিয়নের আউরাকান্দি গ্রামে তার নানা সহদেব শিকারীর বাড়িতে থেকে পড়ালেখা করত। প্রতিদিনের মতো গত সোমবার ভোর পাঁচটার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে তার নানাবাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি।

পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আউরাকান্দি গ্রামের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ডাসার থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিমুল আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে, তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানায় শিমুলের সহপাঠীরা।

শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার বলেন, ছেলেটি মেধাবী ছিল। লেখাপড়ায় বেশ মনোযোগী ছিল। তার এই অকাল মৃত্যু খুবই দুঃখজনক।

ডাসার থানার ওসি মো. মাহামুদ উল হাসান জানান, শিমুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির
গাজায় খাবারের অভাবে মানুষের জীবন হুমকির মুখে, ডব্লিউএফপি’র সতর্কবার্তা
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারী সংস্থা
ফিরে দেখা ১২ জুলাই: ছুটির দিনের বিকালে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা