ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৭ | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা দূতাবাসের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতি ও দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর এন্ড ডেপুটি চিফ অফ মিশন লিউ ইউইন। সঙ্গে ছিলেন পলিটিকাল এটাসি রু ছী এবং সিনিয়র পলিটিকাল স্পেশালিস্ট অ্যান্ড রিসার্চ সুপারভাইজার মো. মোর্শেদুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন চীনা দূতাবাসের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ লিউ ইউইন ও আইএবি নেতা ফয়জুল করীম

এসময় বাংলাদেশের বতর্মান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারধর্মী উদ্যোগ, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয় বলে বৈঠকসূত্র জানিয়েছে।

এসময় চীনা প্রতিনিধিগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠনমূলক এবং শান্তিপূর্ণ গণমূখী রাজনীতির বিশেষ প্রশংসা করেন।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিবর্গ বাংলাদেশের প্রতি চীন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের নিরাপদে ও স্বেচ্ছায় নিজভূমিতে প্রত্যাবাসনে গণচীন সরকারের জোড়ালো ভূমিকা প্রত্যাশা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আইএবির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফুল আলম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শিবিরকে অন্য ছাত্রসংগঠনের ফ্রেমওয়ার্কে ডিফাইন করলে ভুল হবে: সাদিক কায়েম

২৪ ঘণ্টার মধ্যে কীভাবে মুক্তি পেলেন সাবের চৌধুরী, প্রশ্ন রিজভীর

সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত হলে মানুষ সন্দেহ করবে: সরকারকে টিপু

গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের আহ্বান রিজভীর

জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আ. লীগ: আমিনুল হক 

জিএম কাদেরসহ জাপা ও ১৪ দলের নেতাদের বিচার দাবিতে রাজধানীতে মশাল মিছিল 

রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন মির্জা ফখরুল 

এবার শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার দুই মামলা, আসামি ৬২

আওয়ামী লীগ ছাড়বেন সাবের চৌধুরী? বহুমুখী গুঞ্জন, কৌতূহল

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এই বিভাগের সব খবর

শিরোনাম :