ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩| আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৭
অ- অ+

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা দূতাবাসের একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতি ও দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর এন্ড ডেপুটি চিফ অফ মিশন লিউ ইউইন। সঙ্গে ছিলেন পলিটিকাল এটাসি রু ছী এবং সিনিয়র পলিটিকাল স্পেশালিস্ট অ্যান্ড রিসার্চ সুপারভাইজার মো. মোর্শেদুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন চীনা দূতাবাসের এই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ লিউ ইউইন ও আইএবি নেতা ফয়জুল করীম

এসময় বাংলাদেশের বতর্মান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কারধর্মী উদ্যোগ, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয় বলে বৈঠকসূত্র জানিয়েছে।

এসময় চীনা প্রতিনিধিগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠনমূলক এবং শান্তিপূর্ণ গণমূখী রাজনীতির বিশেষ প্রশংসা করেন।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিবর্গ বাংলাদেশের প্রতি চীন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। বিশেষ করে রোহিঙ্গা মুসলমানদের নিরাপদে ও স্বেচ্ছায় নিজভূমিতে প্রত্যাবাসনে গণচীন সরকারের জোড়ালো ভূমিকা প্রত্যাশা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আইএবির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফুল আলম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা