সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাপ্তাহিক বিনোদন বিচিত্রা পত্রিকার সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান হাবিব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেওয়ান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই দেওয়ান সিদ্দিকুর রহমান পলাশ। তিনি জানান, দেওয়ান হাবিব ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পলাশ জানান, মরহুমের নামাজের জানাজা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুম্মা সোবহানবাগ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক দেওয়ান হাবিব বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য ছিলেন।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/কেএম)

মন্তব্য করুন