বনানীর সুইট ড্রিম হোটেল থেকে ৯৮৪ বোতল বিদেশি মদ জব্দ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩১
অ- অ+

ঢাকার বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এসময় হোটেলটির ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে হয়েছে।

গ্রেপ্তারকৃরা হলেন– মো. আলমগীর হোসেন (৫৩), মো. হাবিবুর রহমান (২৬), মো. সোহাগ মন্ডল (৩৫), মো. রিফাত মামুন (২৬) ও মো. গোলাম কিবরিয়া রনি (২৮)।

শুক্রবার ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বনানীর বহুতল বিশিষ্ট হোটেল সুইট ড্রিম প্রাইভেট লিমিটেড নামের আবাসিক হোটেলের বেজমেন্ট ও ৬ষ্ঠ তলার সিঁড়ি সংলগ্ন কক্ষের মধ্যে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ৪ লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শামীম আহম্মেদ।

যেসব জায়গায় অবৈধ নেশা জাতীয় দ্রব্য থাকবে সেখানেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করবে জানিয়ে সংস্থাটির পরিচালক তানভির মমতাজ বলেন, মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদল কমিটি ঘোষণার জেরে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা