খিলগাঁওয়ে ঝোপঝাড়ে মিলল মরদেহ, পুলিশের ধারণা ‘পিটিয়ে হত্যা’
রাজধানীর খিলগাঁও তালতলা ঝিলপাড় এলাকায় একটি ঝোপঝাড় থেকে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল হাসান জানান, ওই ব্যক্তির সারা শরীরে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধারের পর সিআইডির ক্রাইম সিন আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।
তিনি জানান, ওই ব্যক্তির নাম নুর ইসলাম। ঢাকা কেরানীগঞ্জ আটিরায়েরচর গ্রামের আব্দুল করিমের ছেলে তিনি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এলএম/ইএস)