দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ সহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে থাকে। পরে দুপুর ৩টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।

এসময় তারা উপাচার্যের কাছে তিনটি দাবি পেশ করেন এবং আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আল্টিমেটাম দেন। দাবিগুলো হলো- ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীর সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জাবি ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ১৪ থেকে ১৭ জুলাই ক্যাম্পাসে হামলাকারী ও মদদ দাতা সকলকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিত করতে হবে।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘আমাদের একটাই দাবি আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার লেজুড়বৃত্তিক রাজনীতি চাই না। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করুক। একই সঙ্গে ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু করে সুষ্ঠু ছাত্ররাজনীতি চালু রাখতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী নাইমুর ইসলাম বলেন, ক্যাম্পাসের প্রায় নব্বই শতাংশ শিক্ষার্থী রাজনীতি চায় না। আমরা ফ্যাসিস্ট আমলের ছাত্র সংগঠনের মতো কোনো সংগঠনকে আর ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করতে দেব না। আমরা উপাচার্য স্যারের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে ক্যাম্পাস থেকে সকল প্রকার ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘হঠাৎ করে আন্দোলনের মুখে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা মব জাস্টিসের মতোই এবং বিরাজনীতিকরণেরই নামান্তর। সবার মতামতের ভিত্তিতে এটা নিষিদ্ধ করতে হবে। এ জন্য প্রশাসনকে পর্যাপ্ত সময় দিতে হবে।’

কাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ হলে নতুন প্রভোস্ট

জবিতে সুষ্ঠুধারার ক্যাম্পাস রাজনীতি থাকবে: জবি উপাচার্য

বশেমুরবিপ্রবি হলে মধ্যরাতে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

দিল্লি ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের বুলগেরিয়ার ভিসা আবেদনের সুযোগ

খুবিতে নৈয়ায়িক ন্যাশনালস বিতর্কে চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে সংহতি সমাবেশের ঘোষণা

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন 

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

সাত কলেজে ভর্তিতে চূড়ান্ত বিষয় বরাদ্দ প্রকাশ

সিটের দাবিতে ঢাবির নারী শিক্ষার্থীদের মানববন্ধন, ছুটে এলেন উপাচার্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :