চবির তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মাহফুজ ও মিহির

চবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৯| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০২
অ- অ+

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থী মেসবাহ উদ্দিন মিহির।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন।

বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নবনির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মাহফুজুর রহমান বলেন, ‘আমাকে চবি শাখার সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। লেখালেখির মাধ্যমে তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাবো। এমনকি তরুণদের লেখালেখি উদ্বুদ্ধকরণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং আত্ম-উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি জোর দিবো। আমার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সকল সদস্যের সহযোগিতা কামনা করছি।’

নবনির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন মিহির বলেন, ‘আমাকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদানের জন্য কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। লেখক ফোরাম লেখক তৈরির পাশাপাশি একজন ভালো সংগঠক হতেও সাহায্য করে। এবার দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে তরুণদের নিয়ে কাজ করার এবং নিজেকে ভালো সংগঠক হিসেবে প্রমাণ করার সুযোগ এসেছে। আশা করি, সকলের সহযোগিতা ও সমর্থন পেলে চবি শাখাকে সেরা শাখা হিসেবে তার গর্বের জায়গাটি ফিরিয়ে দিতে পারবো, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০১৯ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

(ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা