আলফাডাঙ্গায় সেভের ৬২ সদস্য বিশিষ্ট কমিটি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক সংগঠন স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস (সেভ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। চিফ টিম লিডার, চিফ টিম ডিরেক্টরসহ পাঁচটি ক্যাটাগরিতে মোট ৬২ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেভ জানায়, গত সোমবার এই কমিটি গঠন করা হয়। ঢাকা টাইমকে বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির চিফ টিম ডিরেক্টর আসিফ সিকদার।

কমিটিতে চিফ টিম লিডার করা হয়েছে জারিফ ও জব্বার সর্দারকে। চিফ টিম ডিরেক্টর করা হয়েছে আসিফ সিকদার ও শেখ তারিকুল ইসলামকে।

এডুকেশন টিমে মো. মেহেদী হাসান রাব্বিকে টিম লিডার, রিয়াদ মাহমুদকে সহ-টিম লিডারসহ ১৪ জনকে সদস্য করা হয়েছে।

মিডিয়া টিমে মো. মামুন মিয়াকে টিম লিডার, মো. আল আমিন ইসলামকে সহ-টিম লিডারসহ মোট ১৩ জনকে সদস্য করা হয়েছে।

একাউন্টিং টিমে মো. দুর্জয় মাহমুদ ইমামকে টিম লিডার, অপি হাসানকে সহ-টিম লিডার ও মো. তরিকুল ইসলামকে সদস্য করা হয়েছে।

স্পোর্টস টিমে মো. আকাশ সিকদারকে টিম লিডার, মুক্তাদীর রহমানকে সহ-টিম লিডারসহ মোট ১৫ জনকে সদস্য করা হয়েছে।

এছাড়া হেল্থ এবং ফুড টিমে মো. সাব্বির খানকে টিম লিডার, দিপক বিশ্বাসকে সহ-টিম লিডারসহ মোট ১৩ জনকে সদস্য করা হয়েছে।

আলফাডাঙ্গায় দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়নে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে স্যোশাল অ্যাকটিভিটিজ ফর এনভায়রনমেন্টাল ভার্সনস (সেভ)। সততা, সমতা, স্বচ্ছতা, অসাম্প্রদায়িকতা, দল নিরপেক্ষতা ও একতা মূলনীতিকে ধারন করে এবং ‘প্রত্যয়-সুন্দর আগামীর’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি একটি সুন্দর, সচেতন সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তার বিভিন্ন ধরনের সচেতনমূলক কার্যক্রমের মাধ্যেমে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা