সাঁতার শেখাতে গিয়ে ধলেশ্বরীতে নিখোঁজ বাবা-মেয়ে  

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৬| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৫
অ- অ+

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হয়েছেন বাবা-মেয়ে। প্রথমে মেয়ে রাফসা নিখোঁজ হয় এবং তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুর রহমান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, ব্যবসায়ী মহিদুর রহমান তার ৯ বছরের শিশুকন্যাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

ডুবুরি দলের লিডার আরও জানান, খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য উদ্ধারকাজ করছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা