ভূঞাপুরে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল পথচারীর, আহত ১০

বেপরোয়া গতির দুই বাসের প্রতিযোগিতার বলি হলেন আব্দুল হালিম (৫৫) নামে এক পথচারী। টাঙ্গাইলের ভূঞাপুরে মোড় ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণহীন একটি বাস উল্টে রাস্তার পাশে পড়ে গেলে নিচে চাপা পড়ে তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১০জন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় জিলাপি ব্যবসায়ী ছিলেন। কুঠিবয়ড়া বাজার মোড়েই তার একটি মুদি দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহণ নামে দুটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে যাচ্ছিল। বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পৌঁছালে এসএস ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা এক পথচারীকে চাপা দিয়ে বসতঘরের ওপর পড়ে যায়। এতে ঘরে থাকা দুই নারীসহ বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন।
কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। হালিম সড়কের মোড়ে থাকা ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন।
ঘরের মালিক শারমিন আক্তার বলেন, সকালে ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দেখি ঘরের ওপর গাড়ি পড়েছে। এতে আমি আটকে পড়লে মানুষজন এসে উদ্ধার করে। শিশু সন্তানটা দূরে ছিল বিধায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এছাড়া অপর পাশের ঘরে আমার শাশুড়ি ছিলেন। তিনি আহত হয়েছেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/পিএস)

মন্তব্য করুন