সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসাইন (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া-কুমারখালি মহাসড়কে আলাউদ্দীন নগর এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
নিহত মনির হোসাইনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালির ঝাওতলা এলাকায়। তার বাবার নাম বেল্লাল।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/পিএস)

মন্তব্য করুন