ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নামলেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে মাঠে নামলেন উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। শিক্ষক-শিক্ষার্থী, দুই উপ-উপাচার্য, প্রক্টর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্যাম্পাস পরিষ্কার অভিযান পরিচালনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও পরিচ্ছন্নতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা দফতরের প্রধানসহ সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু হাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন। দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের সড়ক ও হলগুলোতে এই অভিযান চলবে।
ক্যাম্পাসের পরিচ্ছন্নতায় প্রত্যেকের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান (একাডেমিক) বলেন, ‘ক্যাম্পাসটা আমাদের। একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদেরই নিতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেললে ক্যাম্পাস পরিচ্ছন্ন থাকবে। এ বিষয়ে সবার সতর্কতা প্রয়োজন।’
এই আয়োজন ক্যাম্পাসকে স্থায়ীভাবে পরিষ্কার রাখতে সাহায্য করবে বলে বিশ্বাস করেন চবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুল আল কাইয়ুম।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/মোআ)

মন্তব্য করুন