টুঙ্গিপাড়ায় বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বর্নি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবীর। আর প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া থানা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন।

কর্মীসভায় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ নাসির, পৌর বিএনপির সদস্যসচিব ইমদাদ হোসেন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সাগর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রশিদ মল্লিক, সাবেক ছাত্রদলের নেতা ইয়াসিন মোল্লা প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি শেখ সালাউদ্দিন বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি কাজ করবে। আমরা কোনো অরাজকতা চাই না। আর বসে থাকা যাবে না। এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা