নবাবগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৩| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯
অ- অ+

ঢাকার নবাবগঞ্জে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১’এর উদ্যোগে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী উপজেলার শোল্লা স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়। এসময় রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাসুদ হোসাইন, ডা. লুৎফর রহমান, ডা. আবুল হোসেন, ডা. জাহিদুল ইসলাম এবং ডা. ইব্রাহিম খলিল।

এই আয়োজনকে কেন্দ্র করে এদিন শোল্লা স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১’এর সাবেক গভর্নর ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১’এর ডিস্ট্রিক্ট গভর্নর প্রকৌশলী মো. সেলিম মিয়া।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১’এর ফাস্ট লেডি শারমিন সেলিম তুলি, কেবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান খায়ের, প্রকৌশলী আকরামুজ্জামান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার আবু শফিক খন্দকার মাসুদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা