চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাংকারে আগুনে একজন নিহত

​​​​​​​চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩০| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২০
অ- অ+

চট্টগ্রাম বন্দরে নোঙর করা জাহাজে আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।

ডলফিন জেটিতে আগুন লাগা ‘বাংলার জ্যোতি' নামে জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)। সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে এ আগুন লাগে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, নৌবাহিনীর ফায়ার টিম জাহাজটির আগুন নেভাতে কাজ করছে। কী কারণে জাহাজের কোন অংশে আগুন লেগেছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙ্গর থেকে ক্রুড অয়েল নিয়ে ডলফিন জেটিতে এসেছিল।

বাংলার জ্যোতিতে আগুন লাগার পর ওই এলাকার অন্য জাহাজগুলো নিরাপদে সরানো হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ অফিস থেকে জানানো হয়, জাহাজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেড, সিইপিজেড স্টেশনের আটটি গাড়ি পাঠানো হয়েছে।

এছাড়াও জাহাজের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিএসসি সমন্বিতভাবে কাজ করছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা