গত ১৬ বছরের ৯০ ভাগ অন্যায় শেখ হাসিনা করেছেন: বঙ্গবীর

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ১৮:১৩| আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৮:২৭
অ- অ+

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিগত ১৬ বছর দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ও বিপ্লব যদি ব্যর্থ হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় শহীদ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বঙ্গবীর। নির্জন সম্প্রতি কক্সবাজারে ঢাকাতের ছুরকাঘাতে নিহত হন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘বিগত ১৬ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনার সরকার। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন।

এর পরিবর্তন দরকার বলে মন্তব্য করে বঙ্গবীর বলেন, ‘দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার বদলেছে। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’

দেশে মানবিক মূল্যবোধ নিয়ে হতাশা প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। সেনাবাহিনীর পোশাক পরা একজন কর্মকর্তার গায়ে যখন দুষ্কৃতকারীরা আঘাত করতে পারে, তখন বুঝতে হবে দেশে আইনশৃৃৃৃঙ্খলা বলে কিছু নেই।’ এ থেকে উত্তোরণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/১অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা