নবাবগঞ্জে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ঢাকার নবাবগঞ্জে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপ কমিটি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, দোহার নবাবগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল আসিফ, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, নবাবগঞ্জ পূজাউদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকারসহ সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার ও বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সদস্যবৃন্দ।
ঢাকাটাইমস/০১অক্টোবর/ইএস

মন্তব্য করুন