নগরকান্দা ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ২০:৩০

ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাফি বিন কবিরের দাপ্তরিক ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে কল করে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ( অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই নম্বর থেকে ফোন করে নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বেশ কয়েকজনের কাছে চাঁদা দাবি করে প্রতারক চক্রের সমস্যরা।

বিষয়টি জানার পরপরই ইউএনও কাফি বিন কবির নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেন।

প্রতারক চক্রের ব্যাপারে প্রথম প্রথম সন্দেহ তৈরি হয় নগরকান্দা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলমকে ফোন করলে। প্রথমে তিনি ইউএনও ফোন বলেই ধরে নিয়েছিলেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার দুপুর ১টা ৩৭ মিনিটে ইউএনওর সরকারি ফোন নম্বর থেকে কল করে আমার কাছে ব্যবসায়ীদের তালিকা চাওয়া হয়। উত্তরে আমি তাকে বলি, স্যার, ব্যবসায়ীদের তালিকা তো আপনার কাছেই আছে। এরপর অপর প্রান্ত থেকে আমাকে বলে, সবচেয়ে বড় ব্যবসায়ীকে আপনি আপনার কাছে ডেকে নেন। তারপর তাকে বলেন, আমাকে যেন আজকে সন্ধ্যার মধ্যে দুই লাখ টাকা দিয়ে যায়।’

টাকার বিষয়টি নিয়ে সন্দেহ হলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ইউএনওর কার্যালয় গিয়ে তাকে অবগত করেন। ইউএনও পরিচয়ে এভাবে আরও কয়েকজনের কাছে চাঁদা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির বলেন, ‘দুপুরে জানতে পারি একটি চক্র আমার ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করছে। কে বা কারা করছে জানি না। সন্ধ্যা পর্যন্ত ওই নম্বর থেকে বিভিন্ন লোককে কল করে টাকা চাওয়া হচ্ছে শুনেছি। আমি সবাইকে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছি।’

ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার ঘটনায় থানায় জিডি করেছেন ইউএনও। এখন পুলিশ ঘটনায় আইনি ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১অক্টোবর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :