গুলশানে দুইজনকে গলাকেটে হত্যার প্রধান আসামি রুমন গ্রেপ্তার
রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুইজনকে হত্যার ঘটনায় প্রধান আসামি রুমনকে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গনমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস।
গত শনিবার সকালে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২১ নম্বর প্লট থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- মো. রফিক (৬২) ও মো. সাব্বির (১৫)।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার সকালে কাওরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, নিহত রফিক ও সাব্বির গুলশান ৮ নম্বর সড়কের একটি বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ জেলায়।
সংশ্লিষ্ট খবর: গুলশানে দুইজনকে গলাকেটে হত্যা
এর আগে গুলশান থানা সূত্রে জানা যায়, গুলশান-২ নম্বরে অবস্থিত মুদি দোকানটির মালিক মো. রফিক। আর দোকানের কর্মচারী সাব্বির। তবে কিছুদিন আগে ওই দোকানে নতুন আরেকজন ছেলেকে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ঘটনার পর থেকে নতুন নিয়োগ পাওয়া ওই কর্মচারী পলাতক। পুলিশের ধারণা তাকে গ্রেপ্তার করতে পারলেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে।
এ ঘটনায় নিহত রফিকের ছেলে বাপ্পী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ‘দোকানে কর্মচারী হিসেবে নতুন যোগ দিয়েছিল ছেলেটি। তিনি কার মাধ্যমে যোগ দিয়েছিলেন তাকেও শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই দুজনকে গ্রেপ্তার করা গেলে হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’
(ঢাকাটাইমস/০২অক্টোবর/এলএম/এসআইএস)