সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশির

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৪:১৭ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১৪:০৭

সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রায়হান মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওইদিন বিকালে সৌদি আরবের দাম্মাম শহরে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

মৃত রায়হান মিয়া উপজেলার পৌর শহরের জগন্নাথপুর এলাকার মো. মতিউর রহমানের ছেলে।

বুধবার সকালে রায়হানের বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে পাড়ি জমান রায়হান মিয়া। গত বছর ছোট বোনকে বিয়ে দিয়ে ছুটি কাটিয়ে ফিরে যান তিনি। দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন তিনি। গত ৩০ সেপ্টেম্বর বিকালে সৌদি আরবের দাম্মাম শহরের একটি ভবনে সিলিন্ডার গ্যাস লিকেজের ঘটনা দেখতে গিয়ে বিস্ফোরণে রায়হান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের বাবা বলেন, ‘আমার ছেলে ডিউটি শেষ করে বাসায় ফিরে যখন বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই তার এক বন্ধু তাকে ফোন করে ভবনে সিলিন্ডার গ্যাস লিকেজের ঘটনা দেখতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা দুজন সিলিন্ডারে গ্যাস লিকেজ বন্ধ করতে চেষ্টা করছিল। এই সময়েই বিস্ফোরণে আমার ছেলে গুরুতর আহত হয়ে প্রাণ হারায়। ঘটনার পরদিন আমরা জানতে পারি আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে।’

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত উল্লাহ বলেন, সৌদি আরবে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ভৈরবের যুবকের মৃত্যুর ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/০২অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :