ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১৪:৪৪| আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫:২৩
অ- অ+

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার দুপুর ১২টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার দওপাড়া ইউনিয়নের সূর্যনগর নামক স্থানে এক্সপ্রেসওয়েতে ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কাভার্ডভ্যান চালক ইমদাদ হোসেন। তার গ্রামের বাড়ি বাগেরহাটের স্মরণখোলা থানার সোনাতলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগরে ভাঙ্গামুখী লেন যাত্রী ছাউনির পাশে পরিবহন স্টপে আরএফএল কোম্পানির দুটি কাভার্ডভ্যান পার্কিং করে দুই চালক চা খেতে যান। চা শেষ করে একজন চালক কাভার্ডভ্যানে উঠেন। আরেকজন চালক উঠবে ঠিক এই মুহূর্তেই পেছন থেকে অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস নামের বাসটিকে ওভারটেক করতে যায়। এসময় জাহিদ এন্টারপ্রাইজ নামের আরেকটি বাস পেছন থেকে নড়াইল পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। ফলে মুহূর্তের মধ্যেই নড়াইল এক্সপ্রেস বাসটি ঘুড়ে গিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আর জাহিদ পরিবহন বাসটি লাইনচ্যুত হয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান এবং উভয় বাসের কমপক্ষে আহত হন আরো ১২ জন।

এই ঘটনায় কিছু সময়ের জন্য ভাঙ্গামুখী লেনে যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকা টাইমস/০২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা