তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন 

খুবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১৯:২৫
অ- অ+

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণ ও বন্যাকবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা প্রদানের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পাঁচটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১) তিস্তা কমিশন গঠন করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

২) তিস্তার পাড়ের মানুষ নদীভাঙন ও বন্যার কারণে তাদের ভিটেমাটি হারাচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনতে হবে। ৩) শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় মৃতপ্রায় এবং বর্ষায় তা ভয়াবহ আকার ধারণ করে। এজন্য নদী খনন করে নাব্যতা ফিরিয়ে এনে নদী শাসনের ব্যবস্থা করতে হবে।

৪) অপরিকল্পিতভাবে নির্মিত নদী রক্ষা বাঁধ ও ব্যারেজের কারণে ঘাঘট, মানস ও বাইশাডারার মতো শাখা নদীগুলো তিস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এই ধরনের নির্মাণ কার্যক্রম বন্ধ করতে হবে।

৫) ২০১৪ সাল থেকে ভারতের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে। তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. নাজমুস সাদাত। তিনি বলেন, ‘ভারতের শোষণমূলক পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আর শুষ্ক মৌসুমে মরুভূমি ও বর্ষায় পানিতে ভাসতে চাই না।’

চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফি তাহিয়াত বলেন, ‘উত্তরবঙ্গের বন্যা কি কেবলই একটি আঞ্চলিক সমস্যা? কুড়িগ্রাম ও নীলফামারী কি বাংলাদেশের অংশ নয়? তাহলে কেন এত বৈষম্য?’ শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবির বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

(ঢাকা টাইমস/০২অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা