নোয়াখালীতে এমপি একরামের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ১৯:৪২
অ- অ+

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে নির‌্যাতন ও দুর্নীতির অভিযোগ এনে তার বিচারের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সঙ্গে তার গ্রেপ্তারের ঘটনায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য জামাল উদ্দিন গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা বিএনপির সদস্য বেলাল হোসেন সুমন, উপজেল যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি অলি উল্লাহ সওদাগর ও সাধারণ সম্পাদক মহিম উদ্দীন মহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দীন শাকিল, উপজেলা শ্রমিকদল আহ্বায়ক মুনজুরুল আজিম মন্জু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান তারেক ও সদস্য সচিব মামুন হোসেন রোহান, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নুরুল আলম শামীম ও সদস্য সচিব তানভির আহম্মেদ পলকসহ সুবর্ণচর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর নানা নির্যাতন এবং গত ১৫ বছরে জেলাব্যাপী সীমাহীন দুর্নীতি ও নৈরাজ্যের হোতা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। তার কঠোর শাস্তি দাবি করেন তারা।স্তি ফাঁসি দাবি করেন।

(ঢাকাটাইমস/২অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা