দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই: ডা. জাহিদ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৪, ২০:৪৬| আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২১:১৬
অ- অ+

`দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. .জেড.এম জাহিদ হোসেন।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, ‘যেকোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকে। ধারাবাহিকতা বজায় রেখে বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। রংপুর গাইবান্ধাতে ত্রাণ দেওয়া হবে। দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সেখানে পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে কৃষি ও শিক্ষা খাতকে।’

ডা. জাহিদ আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে রংপুর, নীলফামারি, গাইবান্ধা, লালমনিরহাট ফেনীতে ১৩৭ শহীদের সবাইকে সহায়তা করবে বিএনপি।

এ সময় বন্যার্তদের জন্য ২০ কোটি টাকার মতো নগদ সহায়তা পাওয়া গেছে বলে জানান বিএনপির এ নেতা। অনেকে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু মুনির হোসেন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/জেবি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা