মিরসরাইয়ের ঝরনা থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৭:৪৫
অ- অ+

চট্টগ্রামের মিরসরাইয়ের ঝরনা থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এলাকার রূপসী ঝরনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নারায়ণগঞ্জ এলাকার আতিকুর রহমানের ছেলে মুসফিকুর রহমান আদনান (২১) এবং একই এলাকার মো. মুরাদের ছেলে মাহবুব রহমান মোস্তাকিন (২১)।

নিহত আদনান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মোস্তাকিন নারায়ণগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতদের বন্ধু আফিপুর রহমান জানান, ঢাকা থেকে ১৩ বন্ধ রূপসী ঝরনা ঘুরতে আসে সকালে। তাদের মধ্যে দুজন পা পিছলে ঝরনার কূপে পড়ে যায়। খোঁজ করে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে ফোন দিলে মৃত অবস্থায় ঝরনার গভীর কূপ থেকে তাদের লাশ উদ্ধার করে।

মিরসরাই ফারার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বড়দারোগাহাট এলাকায় রুপসী ঝরনায় পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা