সোনারগাঁয়ের অপহৃত মাদরাসা ছাত্রকে সিলেট থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৮:৪৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী আদিবকে (১০) সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

অপহরণের শিকার শিশু হলো সোনারগাঁওয়ের বানেশ্বরদী এলাকার প্রবাসী শফিকুল ইসলামের ছেলে আদিব (১০)। সে বানেশ্বরদী আরাফাতনগর মাদ্রাসার শিক্ষার্থী। অপহরণের ঘটনায় আদিবের মা আরিফা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় বৃহস্পতিবার বিকালে অভিযোগ দেন।

গ্রেপ্তাররা হলেন— অপহৃত শিক্ষার্থীর খালাতো ভাই সোনারগাঁ উপজেলার বস্তল এলাকার শাহেদ, উপজেলার পরমেশ্বরদী গ্রামের মাহফুজ ফরহাদ ও দৌলরদী গ্রামের রাইয়ান। গ্রেপ্তার ও শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

তিনি জানান, আদিবের বাবা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ ফরহাদ ও রাইয়ান তাকে বিমানবন্দরে বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে সিলেটের একটি আবাসিক হোটেলে আটক করে রাখে।

এ ঘটনায় অপহৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০৪অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :