ভালুকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী কর্মশালা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ড, বন্যা, প্রাথমিক চিকিৎসা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ হিসাবে গড়ে তুলতে ময়মনসিংহের ভালুকা হেল্পলাইনের উদ্যোগে স্বেচ্ছাসেবী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ভালুকা সরকারি কলেজে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বেচ্ছাসেবকদের অগ্নি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে ভালুকা উপজেলার প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ নেন।
ভালুকা ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রাকৃতিক দুর্যোগে স্বেচ্ছাসেবকদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণার্থী রাফি বলেন, ‘এই কর্মশালায় আমরা নতুন অনেক কিছু জানতে পেরেছি। যা ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে।’
ভালুকা হেল্পলাইনের পরিচালক ইমন তালুকদার জানান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের আরো দক্ষ হিসাবে গড়ে তুলতে আমাদের এই আয়োজন। আশা করি এই প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সাথে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখতে পারবে।
(ঢাকা টাইমস/০৪অক্টোবর/এসএ)

মন্তব্য করুন