সালথায় ফসলি জমি থেকে বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের সালথায় তিন ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুই মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী মাঠে ফসলি জমি থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ওই দুই মাটি ব্যবসায়ীর কাছ থেকে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কাগদী মাঠে তিন ফসলি জমি থেকে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিলেন মাটি ব্যবসায়ী গোপালগঞ্জের কাশিয়ানীর সজীব শেখ ও একই এলাকার এলাহী শেখ। এতে ফসলি জমি ধসে যাচ্ছিল। খবর পেয়ে সেখানে গিয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান বালী বলেন, ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই দুই মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
(ঢাকা টাইমস/০৪অক্টোবর/এসএ)

মন্তব্য করুন