সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা!

টাঙ্গাইলের ভূঞাপুরে সালিশি বৈঠকে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মোবাইলের মাধ্যমে অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে এই সালিশ বৈঠকে বসা হয়েছিল।
নিহত যুবকের নাম মুসলিম (৩৫)। তিনি একই গ্রামের জোহেরের ছেলে। এ ঘটনায় তার বাবা, চাচাসহ আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা পরিষদ সংলগ্ন ব্রিজপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হালিম নামে একজনকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।
প্রতিবেশিরা জানান, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের এক ভাগিনার সঙ্গে অনলাইনে জুয়া খেলার মূলহোতা একই গ্রামের নয়নের সঙ্গে জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় ব্রিজপাড় এলাকায় একটি সালিশি বৈঠক বসে। সালিশে মাতাব্বররা মোবাইলে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারায় মুসলিম তাদের জুয়া খেলার বিস্তারিত খোলাসা করেন।
এ সময় মুসলিমের সঙ্গে রাকিব ও সুজনের ভাগিনার সঙ্গে মাতাব্বরদের সামনে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে সালিশে ডেকে এনে মুসলিমকে এলোপাতাড়িভাবে রামদা দিয়ে কোপাতে থাকে। এ সময় মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা করেন অভিযুক্তরা। এতে মুসলিম ও তার বাবা, চাচাসহ ৫/৬ জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে পথেই মারা যান মুসলিম।
স্থানীয় ইউপি সদস্য আমজাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সালিশি বৈঠকে মুসলিম নামে একজন খুন হয়েছেন। অপর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পূর্ব শত্রুতার জেরে মুসলিম নামে এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/এসআইএস)

মন্তব্য করুন