পাথরঘাটায় ছাত্রদলের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৩২| আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৩৮
অ- অ+

বরগুনার পাথরঘাটায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে উভয় পক্ষ শহরে মারমুখী অবস্থান নেয়। এ সময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পাথরঘাটা শহরে ঘটনা ঘটে। পরে পুলিশ বিএনপির সিনিয়র নেতারা উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

জানা যায়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ যুগ্ম আহ্বায়ক হাসিবুল্লাহ গ্রুপের মধ্যে ঘটনা ঘটে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে হাসিবুল্লাহসহ তার সমর্থকরা। বিভিন্ন স্থান থেকে তাদের বিরুদ্ধে দখলদারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।’ হাসিবুল্লাহ পক্ষ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ছোট ভাই সাইফুল ইসলাম জামালের ছত্রছায়ায় এগুলো করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন মামুন।

পাল্টা অভিযোগ করে যুগ্ম আহ্বায়ক হাসিবুল্লাহ বলেন,পৌর ছাত্রলীগের সভাপতি আহমেদ সাহজাদার একনিষ্ঠ বন্ধু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ। মামুনের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছে। তাদের মাধ্যমে দলের সিনিয়র নেতারা অপমানিত হচ্ছেন, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে নীরব দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শুক্রবার মাগরিবের নামাজের পর পাথরঘাটা শহরে লিকার পট্টি এলাকায় মামুন হাসিবুল্লাহ গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা জড়ো হয়ে লাঠিসোঁটা নিয়ে শহরে বিক্ষোভ করে।

এর আগে সন্ধ্যার পর পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের নীলিমা পয়েন্টে মামুন হাসিবুল্লাহ গ্রুপের ছোট ভাইদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করেই সন্ধ্যার পর শহরের উত্তেজনা বিরাজ করে।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন,দুই গ্রুপের ভুল বোঝাবুঝির কারণে সন্ধ্যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সিনিয়ররা উভয় পক্ষকে শান্ত করে সরিয়ে দিয়েছি। পরে বসে সমাধান করা হবে।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, সন্ধ্যার পরে ছাত্রদলের উভয় পক্ষকে শান্ত করা হয়েছে। পাথরঘাটা থানায় কোনো পক্ষ থেকে অভিযোগ আসেনি।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপির শ্রদ্ধা
গরমে বাড়ে হিট স্ট্রোকের ঝুঁকি! ডায়াবেটিস থাকলে আশঙ্কা দ্বিগুণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা