ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ঘাটাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৩৯| আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৪২
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানার পুলিশ। শুক্রবার ( অক্টোবর) রাতে পৌর এলাকার কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইল সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় গুলি করার ঘটনাকে কেন্দ্র করে লাল মিয়ার করা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত আগস্ট বেলা ১১টায় শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা