আপনারা দুর্বল নন, অপরাধীদের শক্তভাবে ধরুন: উপদেষ্টা পরিষদকে চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ২১:৫০| আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২১:৫৬
অ- অ+

অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার দুর্বল নয় উল্লেখ করে খুনি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অর্থ পাচারকারীদের শক্ত হাতে মোকাবিলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম।

উপদেষ্টা পরিষদের উদ্দেশে আইএবি আমির বলেন, ‘আপনারা যে ম্যান্ডেট এবং জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতেছেন; আপনাদের তো কোনো দুর্বলতা নেই। তাহলে কেন-কীভাবে খুনি, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীরা দেশ থেকে পালালো এটা আমাদের বোধগম্য নয়। জাতি এটা মানতে চায় না। এতে আপনাদের দুর্বলতা প্রকাশ পায়।’

শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে যমুনা থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘সম্মানিত উপদেষ্টাদের বলেছি— ৫ আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে বহু রক্ত, বহু জানের বিনিময়ে। বিধায় আপনাদের শক্তভাবে ব্যবস্থা নিতে হবে। অপরাধীর অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’

ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে তার বেশিরভাগই ছিলো প্রশ্নবিদ্ধ। কোনোটাই বিতর্কের ঊর্ধ্বে ছিলো না। এজন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলেছি। এতে প্রত্যেক ভোটারের মূল্যায়ন নিশ্চিত হয়। সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।’

‘আমাদের প্রস্তাবকে অন্তর্বর্তী সরকার ভালোভাবেই গ্রহণ করেছে। তারা এটি বিবেচনায় রাখবেন, আলোচনা-পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। বিশেষ করে স্বৈরাচার ও খুনিরা যেত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’ বলেন সৈয়দ রেজাউল করীম।

এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু ও খুনীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিসহ অন্তর্বর্তীকালীন সরকারকে সাত দফা সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টর সঙ্গে সলাপে অংশ নেন। প্রতিনিধি দলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

সংশ্লিষ্ট খবর>> পিআর পদ্ধতি ও খুনিদের অযোগ্য ঘোষণার দাবিসহ ৭ দফা সংস্কার প্রস্তাব ইসলামী আন্দোলনের

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি’র পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা