কিশোরগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংবিধান অনুযায়ী গঠিত প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সব সদস্য পদত্যাগ করায় নবগঠিত এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
রবিবার রাতে প্রেসক্লাবের সম্মেলনে কক্ষে প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা স্বাক্ষরিত অনুমোদিত ১৫ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খানকে সভাপতি এবং সাইফুল মালেক চৌধুরীকে (এটিএন বাংলা) সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে আরও যারা আছেন
সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল (দৈনিক আমাদের সময়), সহসভাপতি (সহযোগী) অ্যাডভোকেট আহসানুল মোজাক্কির, সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল (জিটিভি), কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি (ইউএনবি), সাংবাদিক সদস্য সৈয়দ আল আক্কিল মোকাররম, শামসুল আলম সেলিম (দৈনিক সংগ্রাম), মোকাররম হোসেন ভূঞা (দৈনিক ভোরের ডাক), শাহ আশরাফ উদ্দিন দুলাল (আবাস), মো. আমিনুল হক সাদী (দৈনিক ঢাকা টাইমস), কাউছার আহমেদ টিটু (আনন্দ টিভি), সদস্য (সহযোগী) অ্যাডভোকেট অনামিকা রেজা রোজী, মো. নুরুজ্জামান, সদস্য (আজীবন) শিক্ষক মোহাম্মদ আলী।
নতুন এই কমিটি প্রকাশের পরপরই জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এজে)

মন্তব্য করুন