এক অনুষ্ঠানে নাচতেই ৮ কোটি নেন শাহরুখ! অন্যরা কে কত?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৩| আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১১:৫৭
অ- অ+

সিনেমায় অভিনয় ছাড়াও বলিউডের এমন অনেক তারকা আছেন যারা বিভিন্ন অনুষ্ঠানে নাচেন। তাদের উপস্থিতি যেকোনো অনুষ্ঠানের কদর বাড়িয়ে দেয় বহুগুণ। তবে চাইলেও সবাই তাদেরকে অনুষ্ঠানে আনতে পারেন না শুধু পারিশ্রমিকের কারণে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, যেকোনো অনুষ্ঠানে কয়েক মিনিটের জন্য উপস্থিত হলেই দুই কোটি রুপি চার্জ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর যদি তাকে অনুষ্ঠানে নাচাতে হয়, তাহলে গুণতে হবে ৮ কোটি রুপি। কারণ, যেকোনো মঞ্চ মাতাতে কিং খানের বিকল্প কেবল তিনিই।

অন্য তারকারা কে কত পারিশ্রমিক নেন?

সালমান খান

যেকোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য দেড় কোটি রুপি পারিশ্রমিক নেন সালমান খান। আর যদি পারফরমেন্স করেন তাহলে পারিশ্রমিক নেন ২ থেকে ৩ কোটি রুপি।

হৃত্বিক রোশন

যেকোনো বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ২ কোটি রুপি চার্জ করেন বলিউডের এই ‘গ্রিক গড’ খ্যাত তারকা। ভারতীয় নায়কদের মধ্যে নাচের ক্ষেত্রে তিনি নাম্বার ওয়ান।

অক্ষয় কুমার

বিয়ের অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য আড়াই কোটি রুপি পারিশ্রমিক নেন অক্ষয় কুমার। শুধু উপস্থিত থাকতে নেন দেড় কোটি রুপি।

দীপিকা পাডুকোন

বিয়ের অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নেন দীপিকা পাডুকোন।

ক্যাটরিনা কাইফ

যেকোনো বিয়ের অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন ক্যাটরিনা কাইফ।

আনুশকা শর্মা

যেকোনো বিয়ের অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক নেন আনুশকা শর্মা। শুধু উপস্থিত থাকতে নেন ৫০ লাখ রুপি। যদিও গত কয়েক বছর তাকে সেভাবে কোনো অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় না।

রণবীর সিং

বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক নেন রণবীর সিন। পারফরমেন্সের জন্য নেন ১ কোটি রুপি।

রণবীর কাপুর

বিয়ের অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন রণবীর কাপুর।

সানি লিওন

যেকোনো বিয়ের অনুষ্ঠানে উপস্থিতির জন্য ২০ লাখ রুপি পারিশ্রমিক নেন সাবেক এই পর্ন তারকা। পারফরমেন্সের জন্য নেন আরও ১০ লাখ রুপি।এছাড়া সোনাক্ষী সিনহা, মালাইকা আরোরাও অনুষ্ঠানে পারফর্ম করতে ২৫ থেকে ৩০ লাখ রুপি নিয়ে থাকেন।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা