এস আলম ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যাংক হিসাব জব্দের পর এবার এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ জারি করেন।
নিষেধাজ্ঞা জারি হওয়া অন্যরা হলেন- সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম, ছেলে আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আবদুস সামাদ, ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাতপরিচয়ের মিশকাত আহমেদ।
এদিন দুদকের মো. নূর ই আলম সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে অজ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
এ বিষয়ে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। শুনানি শেষে আদালত এস আলমদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
এর আগে এস আলম ও তার সহযোগীদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
তার আগে গত ২২ আগস্ট এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও অন্যান্য হিসাব তলব করে বিএফআইইউ। বিতর্কিত এই ব্যবসায়ী পরিবার দেশের ব্যাংক খাত থেকে দুই লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছে বলে অভিযোগ।
(ঢাকাটাইমস/০৭অক্টোবর/আরজেড/এজে)

মন্তব্য করুন