আন্দোলনে নিহত তাওহীদ হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত হত্যা মামলার আসামি মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম মনিরুজ্জামান আক্তার হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর কোম্পানি কম্যান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে।র্যাব জানায়, গত ১৯ জুলাই সদর থানাধীন খাগদী বাসস্ট্যান্ড এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের মাঝামাঝি স্থানে মহাসড়কের উপর গণতান্ত্রিক ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীসহ জনসাধারণের উপর শাজাহান খানের সমর্থিত ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিকসহ তার অনুসারীরা হাতবোমা, ঢাল, সড়কী, দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। ওইদিন সাবেক এই কাউন্সিলর তাওহীদের বাম পায়ের উরুতে গুলি করে গুরুতর আহত করেন।
এছাড়াও আক্তার হাওলাদারসহ তার সহযোগী আসামিরা তাওহীদ সন্ন্যামাতের দুপায়ে ও বুকে গুলি করে গুরুতর জখম করাসহ হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে মারাত্মক জখম করে। তখন আসামিরা তাওহীদ সন্ন্যামাতের সহযোগী আরো অনেকে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাওহীদ মারা যান। এ ঘটনায় ২৬ আগস্ট সদর মডেল থানায় তাওহীদ সন্ন্যামাত হত্যার মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক এই কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।(ঢাকা টাইমস/০৭অক্টোবর/এসএ)