জেনেভায় ইতালি আ.লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩৫| আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১১:২৫
অ- অ+

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের সামনে সুইজারল্যান্ড আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার এই সমাবেশে যোগদান করেন ইতালি আওয়ামী লীগের নেতারা।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতিসাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারপ্রধান শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগে বাধ্য করে।’

‘তিনি দেশত্যাগের পর রাষ্ট্রক্ষমতা দখলকারী তাবেদাররা জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়। বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে শাখা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কয়েকশ মিথ্যা মামলা, সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন, হত্যা, নৈরাজ্য, মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। দেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই।’

‘এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে, জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা, সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা বন্ধ করার জন্য চেপে বসা অবৈধ সরকারের উপর চাপ প্রয়োগ করতে এবং তাদের করা মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধানের কাছে অনুরোধ করছি।’

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ সভাপতি হাদিউল ইসলাম হাদী, সহসভাপতি মো. বাবু ঢালী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মাদবর, সা. জলিল তপদার, রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ রফিক, নিতুতনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডি এম শহিদ, সহসভাপতি মাহমুদু হাসান সুজন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা