রাজধানীর গোড়ানে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ১২:১০
অ- অ+

রাজধানীর উত্তর গোড়ান এলাকায় বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ভাষ্য, তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

মঙ্গলবার রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেছে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থীর নাম ফারহান আহসান চৌধুরী। তিনি জবির নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারহানের মামা ফাহিম ফয়সাল জানান, ফারহানদের বাসা ছয় নম্বর উত্তর গোড়ানে। সে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে বাসায় এসে ঘরের দরজা বন্ধ করে দেয়।

‘অনেক ডাকাডাকির পরও দরজা খোলেনি। এর পর ভেতরে ঢুকে দেখি, প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।’ বলেন ফাহিম ফয়সাল।

এরপর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে ফারহান আত্মহত্যা করেছের, তা বলতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।”

এ বিষয়ে জবির নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন বলেন, “ফারহান বিশ্বিবদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানি না।” (ঢাকাটাইমস/০৯অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা