সুনামগঞ্জে সাবেক মন্ত্রী মান্নানের শুনানিতে হট্টগোল, এজলাস ছাড়লেন বিচারক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ১৪:২৬
অ- অ+

সাবেক আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য এম মান্নানের জামিন শুনানিতে দুপক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছেড়েছেন বিচারক।

বুধবার( অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতের সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটায় শুনানির সময় নির্ধারণ করা হয়।

বিচারক এজলাসে আসার পর দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয় জানিয়ে বাদীপক্ষের আইনজীবী শেরেনুর আলী বলেন, ‘আমরা বলেছি মামলাটা এই আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে। আজকে শুনানি করতে চাই না। অন্যান্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেয়ার জন্য আদালতকে আবেদন করলে আদালত আমাদের কথা শুনতে চাননি। আসামিপক্ষ শুনানিতে অংশ নেওয়ার জন্য তোড়জোড় করছে। এটি নিয়ে হট্টগোল হয়েছে। পরে আদালত এজলাস থেকে নেমে যান।’

শেরেনুর আলী আরও জানান, ‘পিপি-এপিপিরা রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকার কথা, কিন্তু তারা আসামিপক্ষে থেকেছেন। নিম্ন আদালতেও এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করেছি।’ এই পরিস্থিতিতে সুনামগঞ্জে বিচার কার্যক্রম আগামী দিনে আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্ক করেন তিনি।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা