জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আ. লীগ: আমিনুল হক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৪, ২০:২৬| আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২০:৩৮
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৭ বছরে মানুষের ভোটে নির্বাচিত ছিল না। তারা বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে, জনগণের ভোটের অধিকারকে বঞ্চিত করে তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে ছিল।

তিনি বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত জুলাই-আগস্টে আমরা নতুন করে স্বাধীন হয়েছি, দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে ঠিকই কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র পাইনি। গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন সুন্দর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এটাই অন্তর্বর্তী সরকারের কাছে এদেশের মানুষের প্রত্যাশা।

বুধবার রাজধানীর পল্লবীতে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ পূর্ব সমাবেশে আমিনুল হক এসব কথা বলেন।

দেশের ক্লান্তি লগ্নে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়ায় উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপি জনগণের দল, জনগণকে নিয়েই বিএনপির রাজনীতি। দেশের কঠিন ক্লান্তি লগ্নে, যেকোনো দুর্যোগকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা সর্বদা মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট শুধু হাট-বাজার, দোকানপাটে গিয়ে বিতরণ করলেই হবে না, জনসচেতনতার সুফল পেতে দেশের প্রতিটি অঞ্চলে মানুষের বাসায়-বাসায় গিয়ে লিফলেট বিতরণ করতে হবে। আমাদের ঢাকা মহানগর উত্তর এর ৭১ টি ওয়ার্ডের হাট-বাজার, দোকানপাট,রাস্তার পথচারীদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের মানুষের বাসায়-বাসায় গিয়ে লিফলেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ববির নবনিযুক্ত উপাচার্যের যোগদান
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ-উত্তোলন-বিক্রয় নিষিদ্ধ 
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা