ভারতের শিল্পবাণিজ্যের নক্ষত্র খ্যাত রতন টাটার মৃত্যু

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০১:৪১ | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৪, ০০:৫৮

ভারতের শিল্পজগতের নক্ষত্র খ্যাত টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এর আগে গত ৬ অক্টোবর মধ্যরাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে ওঠেন তিনি।

তবে বুধবার শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে রাতে ভারতীয় এই বিজনেস আইকনের মৃত্যুর খবর আসে।

রতন টাটার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশটির শিল্পপতিরা। শোক জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :